thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

‘দেশভাগের আগেই বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন’

২০২০ আগস্ট ১৪ ১৮:১৩:৪১
‘দেশভাগের আগেই বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন’

দ্য রিপোর্ট প্রতিবেদক: ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দুটি অবৈজ্ঞানিক রাষ্ট্র তৈরি হয়। তার আগেই বঙ্গবন্ধু পদ্মা, মেঘনা ও যমুনা পাড়ের অঞ্চল নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, পদ্মা, মেঘনা ও যমুনা পাড়ের এই অঞ্চলটি সত্যিকার অর্থেই কোনদিন স্বাধীন ছিল না। বঙ্গবন্ধুই এই দেশটিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করেন। সেই জাতির প্রতিষ্ঠাতা ও জাতির পিতা বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট নির্মম ও নিষ্ঠুরভাবে সপরিবারে হত্যা করা হয়। এটি আমাদের জন্য চরম কষ্টের।

শুক্রবার (১৪ আগস্ট) শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতার শাহাদাত বার্ষিকী এবং করোনাকালে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সহায়তা চেক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ১৯৪৭ সালের আগে থেকেই শুরু করেছিলেন স্বাধীনতার আন্দোলন। তিনি বুঝতে পেরেছিলেন শুধু ধর্ম দিয়ে অবৈজ্ঞানিকভাবে দুটি দেশকে ভাগ করা হয়েছিল। তারা আমাদের শাসন, শোষণ ও লুণ্ঠনের জন্য ভাগ করেছিল। পাকিস্তান শুধু পূর্ব বাংলাকে শোষণ করেছে। পূর্ববঙ্গের কুটির শিল্প, মসলিন, জামদানি, পাট সব মিলিয়ে তারা আমাদের ২৩ বছর শাসন ও লুণ্ঠন করেছে। পাকিস্তানের অর্থনৈতিক ভিত্তি তৈরি হয়েছিল বাংলাদেশের অর্থ দিয়ে।

বর্তমান করোনা পরিস্থিতি বিষয়ে কৃষিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ও বন্যার মতো দুর্যোগ আমরা মোকাবিলা করছি। মানুষ এখন আর মোটা চাল খেতে চায় না। তারা বলে এখন আর রিলিফের প্রয়োজন নেই। রিলিফ নিয়ে মুরগিকে খাওয়ায়। আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেও আমাদের কোন খাদ্যের সমস্যা হবে না।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জাফর ওয়াজেদসহ প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর