thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

কমলার নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের সন্দেহ

২০২০ আগস্ট ১৪ ১৮:৪১:২০
কমলার নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের সন্দেহ

দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসকে তার রানিংমেট হিসেবে ঘোষণা দিয়েছেন।

এমন সিদ্ধান্তে দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনসহ অনেকেই কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। তবে কমলা হ্যারিসকে নিয়ে একের পর সমালোচনা করে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি সন্দেহ প্রকাশ করেছেন, কমলা হ্যারিসের দেশটিতে নাগরিকত্ব আছে কিনা। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাগরিকত্ব নিয়েও সমালোচনা করেছিলেন ট্রাম্প। খবর নিউজউইক’র।

ট্রাম্প বলেন, নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা কমলার আছে কি না তা যাচাই করে দেখা হবে। আর খুব উচ্চ যোগ্যতাসম্পন্ন আইনজীবী এ তথ্য তুলে ধরেছেন বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

উল্লেখ্য, কমলা ১৯৬৪ সালে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন। বাবা জ্যামাইকান ও মা ভারতীয় হওয়ায় কমলার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর