thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

নিবন্ধনের অনুমতি পেল ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন

২০২০ সেপ্টেম্বর ০৪ ১১:৫৯:৫৭
নিবন্ধনের অনুমতি পেল ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন

দ্য রিপোর্ট প্রতিবেদক: সময়ের সাথে তাল মিলিয়ে চলছে অনলাইন নিউজ পোর্টালগুলো। ইতোমধ্যে তার প্রমাণ রেখেছে পোর্টালগুলো প্রতিমুহূর্তে গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করে। গণমাধ্যম শাখায় অন্যরকম চাহিদা সৃষ্টি করতে পেরে পাঠকের কাছেও হয়ে উঠেছে খুব গুরুত্বপূর্ণ। তার কারণও আছে। তারা তাদের মোবাইলে মুহূর্তেই পেয়ে যাচ্ছে দেশ-বিদেশের যাবতীয় খবর।

তারই ধারাবাহিকতায় জোরালো দাবি ওঠে অনলাইন নিবন্ধনের। ইতোমধ্যে ৪৪টি অনলাইন নিউজ পোর্টাল পেয়েছে তাদের কাঙ্ক্ষিত নিবন্ধন।

পরবর্তীতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অনলাইনগুলোর নিবন্ধন নিয়ে কথা ওঠে। পরে তথ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে, তাদেরও নতুন করে নিবন্ধন করতে হবে। এরই ধারাবাহিকতায় আজ দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন নিবন্ধন পেল।

(দ্য রিপোর্ট/আরজেড/৪ সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর