thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

ঢাকা-৫ আসনে নবীর বদলে সালাউদ্দিন, নওগাঁয় বিএনপির প্রার্থী রেজাউল

২০২০ সেপ্টেম্বর ১৩ ১৯:৪৭:২৭
ঢাকা-৫ আসনে নবীর বদলে সালাউদ্দিন, নওগাঁয় বিএনপির প্রার্থী রেজাউল

দ্য রিপোর্ট প্রতিবেদক: চার আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিলেও ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

একাদশ সংসদ নির্বাচনে দলের প্রতিদ্বন্দ্বিতা করা নবী উল্লাহ নবীকে বাদ দিয়ে ঢাকা-৫ আসনে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে।

অন্যদিকে নওগাঁ-৬ আসনে মনোনয়ন দেয়া হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে।

রবিবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদের চারটি শূন্য আসনের নির্বাচনের মধ্যে এই দুটি আসনে আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের শনিবার বিএনপির মনোনয়ন বোর্ড সাক্ষাতকার গ্রহণ করে। পরে দুই আসনে দুই প্রার্থীর নাম চূড়ান্ত করে।

সালাউদ্দিন আহমেদ ছাড়াও ঢাকা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সালাহউদ্দিন আহমেদ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, নবী উল্লাহ নবী, মো. জুম্মন মিয়া, আকবর হোসেন নান্টু ও আনোয়ার হোসেন সর্দার।

অন্যদিকে শেখ মো. রেজাউল ইসলাম ছাড়াও নওগাঁ-৬ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন আনোয়ার হোসেন, শেখ আব্দুস শুকুর, এস এম আল ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, ইছহাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, মো. শফিকুল ইসলাম, আবু জাহিদ মো. রফিকুল আলম রফিক।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর