thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই 25, ১৮ আষাঢ় ১৪৩২,  ৭ মহররম 1447

নতুন প্রজন্মের জন্য দেশকে গড়াই আ.লীগের লক্ষ্য : প্রধানমন্ত্রী

২০২০ সেপ্টেম্বর ১৬ ১৫:১৯:২১
নতুন প্রজন্মের জন্য দেশকে গড়াই আ.লীগের লক্ষ্য : প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভায় এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, কি করে নতুন প্রজন্ম দেশ পরিচালনা করবে, সেই প্রস্তুতিও চলছে।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এমন মন্তব্য করেন তিনি। প্রায় আট মাস পর দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম আজ বৈঠকে বসে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সূচনা বক্তব্যে করোনাসহ অন্যান্য দুর্যোগ কালে আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পরিবর্তন আনলেও আদর্শ ও উদ্দেশ্য ঠিক রেখে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের আশ্বাস দেন সরকার প্রধান।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারই নানা সংকটে অর্থনৈতিক ভারসাম্য ধরে রাখতে সক্ষম বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় লক্ষ্য ঠিক রেখে কাজ করতে দলের সদস্যদের প্রতি আহবান জানান আওয়ামী লীগ সভাপতি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর