thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

আরব লীগের দায়িত্ব ছাড়লো ফিলিস্তিন

২০২০ সেপ্টেম্বর ২৩ ১৯:৪১:১৫
আরব লীগের দায়িত্ব ছাড়লো ফিলিস্তিন

দ্য রিপোর্ট ডেস্ক: আরব লীগের বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে কোনও আরব দেশের চুক্তি স্বাক্ষর তাদের জন্য অসম্মানজনক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একসময় দখলদার শক্তি হিসেবে বিবেচিত হওয়া ইসরায়েলের সঙ্গে সম্প্রতি আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হয় দুই আরব দেশ। ১৫ সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এ চুক্তিতে উপনীত হয় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এ চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তিকে 'নতুন মধ্যপ্রাচ্যের প্রভাত' হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। তবে ফিলিস্তিনিরা মনে করে এই চুক্তি তাদের পেছন থেকে ছুরিকাঘাত।

ইসরায়েলের সঙ্গে দুই আরব দেশের চুক্তি স্বাক্ষরের নিন্দা জানিয়ে ফিলিস্তিন আরব লীগে প্রস্তাব আনলেও তা অনুমোদন দেয়নি আরব দেশগুলোর জোটটি। আগামী ছয় মাস ধরে আরব লীগের সব বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব পায় ফিলিস্তিন। তবে মঙ্গলবার দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ আল মালিকি বলেন, তার দেশ ওই সভাপতিত্ব আর করতে চায় না। তিনি জানান, ওই পদবী আর ফিলিস্তিনের জন্য সম্মানজনক কিছু নয়।

নিজের মন্তব্যে সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের নাম উল্লেখ না করলেও রিয়াদ আল মালিকি জানান ফিলিস্তিনের এই সিদ্ধান্ত আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেহিতকে জানিয়ে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর