thereport24.com
ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭,  ১৪ রবিউল আউয়াল 1442

সুপ্রিম কোর্টে মাহবুবে আলমের জানাজা সকালে

২০২০ সেপ্টেম্বর ২৮ ০৮:৪৯:৪০
সুপ্রিম কোর্টে মাহবুবে আলমের জানাজা সকালে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজা সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট গার্ডেনে জানাজা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

আইনমন্ত্রী আনিসুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টায় মাহবুবে আলমের মরদেহ সিএমএইচ থেকে কিছুক্ষণের জন্য মিন্টো রোডের অ্যার্টনি জেনারেলের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে। এরপর সকাল ১১টায় নামাজে জানাজা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

রবিবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবে আলম। তিনি বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

জ্বর ও গলা ব্যাথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন মাহবুবে আলম। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত ১৯ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর