thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সীমান্তে হত্যা বন্ধে ঢাকা-দিল্লি ‘একমত’

২০২০ সেপ্টেম্বর ২৯ ১৯:১৩:২২
সীমান্তে হত্যা বন্ধে ঢাকা-দিল্লি ‘একমত’

দ্য রিপোর্ট প্রতিবেদক: সীমান্তে হত্যা পুরোপুরি বন্ধে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দুদেশের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, ন্যায্যতার ভিত্তিতে তিস্তাসহ সাতটি নদীর পানি বণ্টনের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। শিগগিরিই তা বাস্তবায়ন করা হবে।

আজ বিকেল সাড়ে ৩টায় জেসিসির বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। করোনাভাইরাসের কারণে এবার ভার্চুয়ালি মিটিং হচ্ছে।

জেসিসির পঞ্চম বৈঠক হয়েছিল দিল্লিতে। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে সেই বৈঠক হয়েছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর