thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ডিসেম্বরে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর , শুরুতে ১৪দিনের কোয়ারেন্টিন

২০২০ সেপ্টেম্বর ৩০ ২০:৪৯:০৫
ডিসেম্বরে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর , শুরুতে ১৪দিনের কোয়ারেন্টিন

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাকালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচী তেমন একটা বাধাগ্রস্থ হয়নি পাকিস্তান ক্রিকেট দলের।করোনা মহামারীর মধ্যে ৬ ওয়ানডে এবং ৮টি টি-২০ ম্যাচ বাধাগ্রস্থ হলেও ২০২০ সালে আইসিসি'র এফটিপিতে থাকা সূচীর মধ্যে মাত্র ১টি টেস্ট খেলতে পারেনি পাকিস্তান।

বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের ১টি খেলেছে পাকিস্তান, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্যটি আছে অবশিস্ট। এদিকে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে ২ ম্যাচের টেস্ট এবং ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান দলকে আতিথ্য দিবে নিউজিল্যান্ড।

সেই সফরসূচী চূড়ান্ত হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় এই সফরে পাকিস্তান ৫টি ম্যাচ খেলবে ৫টি ভেন্যুতে। নভেম্বরের শেষ সপ্তাহে পাকিস্তান দল নিউজিল্যান্ডে পা রাখবে।সফরের শুরুতে পাকিস্তান ক্রিকেট দলকে লিঙ্কনে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

তবে ইংল্যান্ড সফরের মতো জৈব সুরক্ষায় কোয়ারেন্টিনে থাকতে হবে না। এমনকি সিরিজ চলাকালেও জৈব সুরক্ষা বাধ্যতামূলক নয় বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আশ্বস্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।গত জুলাই-আগস্টে কঠোর কোয়ারেন্টিন এবং জৈব সুরক্ষা বলয়ে ইংল্যান্ড সফর করেছে পাকিস্তান দল। সফরের এক মাস আগে ইংল্যান্ডে পা রেখেছে দলটি। সুতরাং কোয়ারেন্টিন তাদের জন্য নতুন নয়।

পাকিস্তান ক্রিকেট দলকে আতিথ্য দিতে মুখিয়ে আছে নিউজিল্যান্ড ক্রিকেট। এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট-পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ডে আসছে জেনে আমরা আনন্দিত। টেস্ট এবং ওয়ানডে সিরিজকে ঘিরে অনেক আগ্রহ তৈরি হয়েছে। '

নিউজিল্যান্ডে পাকিস্তান দলের সফর শুরু সেই ১৯৬৫ সাল থেকে, সেই অতীত টেনে এনেছেন তিনি-পাকিস্তান এখানে সেই ১৯৬৫ সাল থেকে সফর করছে। এক সময়ে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা হানিফ মোহাম্মদ,মাজিদ খান,জহির আব্বাস,জাভেদ মিয়াদাদ,ওয়াসিম আকরাম,ওয়াকার ইউনুস,ইমরান খানের খেলা দেখে বড় হয়েছে।'

(দ্য রিপোর্ট/আরজেড/৩০সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর