thereport24.com
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২০, ৪ কার্তিক ১৪২৭,  ২ রবিউল আউয়াল 1442

শেষ মুহূর্তে মণ্ডপে মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি

২০২০ অক্টোবর ১৬ ১১:১৮:২০
শেষ মুহূর্তে মণ্ডপে মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহ পেরুলেই বাজবে ঢাকের কাঠি, শুরু হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারাদেশেই চলছে পূজার প্রস্তুতি। সাজানো হচ্ছে প্রতিমা ও মন্দির। তবে এবছর করোনা ভাইরাসের কারণে জাঁকজমকপূর্ণ আয়োজন হবে না বলে জানিয়েছেন আয়োজকরা। আর কড়াকড়ি থাকছে স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনে।

শারদীয় দুর্গোৎসবের বাকি আর দিন সাতেক। তাই দিনরাত চলছে প্রতিমা সাজিয়ে তোলার কাজ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় সাজছেন দেবি।

নারায়ণগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে। মন্দিরকে ঘিরেও চলছে ব্যস্ততা।

তবে করোনা অতিমারির কারণে এ বছর প্রতিমা তৈরী হয়েছে কম। তাই উপার্জন বেশ কম হয়েছে শিল্পী ও কারিগরদের।

গাইবান্ধায় দুর্গোৎসবের প্রস্ততি চলছে জোরেসোরেই। জেলায় এবার ৫শ ৮২টি পূজা অনুষ্ঠিত হবে। পুরোদমে চলছে প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজানোর কাজ।

করোনার কারণে এবারে সাড়ম্বড় আয়োজন না হলেও আনন্দ উদযাপনে কোন ঘাটতি থাকবে না বলেই জানালেন আয়োজকরা।

সীমান্তবর্তী এলাকা হিলিতেও দুর্গাপূজাকে ঘিরে চলছে উৎসবের প্রস্তুতি। প্রতিমা তৈরির শেষ সময়ের কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।

আয়োজকরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে এবং স্বাস্থ্যবিধি মেনে এবার দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর