thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শোভাযাত্রা ছাড়াই প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত

২০২০ অক্টোবর ১৭ ২১:৫০:০৪
শোভাযাত্রা ছাড়াই প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা মহামারিতে এবার উৎসব নয়, শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানেই সীমাবন্ধ থাকবে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। শোভাযাত্রা ছাড়াই হবে প্রতিমা বিসর্জন, রাজধানীতে হচ্ছে না কুমারী পূজার আনুষ্ঠানিকতাও। করোনা থেকে পৃথিবীকে মুক্ত করার প্রার্থণা জানিয়ে এবার ২২ অক্টোবর শুরু হচ্ছে দুর্গা পূজা।

শনিবার সকালে এক ব্রিফিংয়ে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ জানিয়েছে, গেলো বছর সারাদেশে দুর্গাপূজার সংখ্যা ছিলো ৩১ হাজার ৩শ ৯৮টি। করোনার কারণে ১ হাজার ১শ ৮৫টি কমে গিয়ে এবার পূজা হবে ৩০ হাজার ২শ ১৩টি মন্দিরে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসমাগম পরিহার করতে ভোগের প্রসাদ ছাড়া মন্ডপ বা মন্দির কর্তৃপক্ষ খিচুড়ি বা এই জাতীয় প্রসাদও বিতরণ করতে পারবে না। অঞ্জলি প্রদানের ক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমের সহযোগীতা নেয়ার আহ্বান জানানো হয়। সম্ভব না হলে প্রতি অঞ্জলিতে সর্বোচ্চ ৫০ জন পূজার্থী অঞ্জলি দিতে পারবেন। এছাড়া এবার কোথাও কুমারী পূজা হবে না বলেও জানানো হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে পূজা পালনে ২৬ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও দেয়া হয়েছে ৭ দফা নির্দেশনা। ভিড় নিয়ন্ত্রণে পূজার মূল প্রসাদ ছাড়া খিচুরি বিতরণে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বর্ণিল আলোকসজ্জা, মেলা কিম্বা আরতি প্রতিযোগিতা এমন নানা আয়োজনে প্রতিবছর পালিত হয় শারদীয় দুর্গা পূজা। দল বেঁধে মন্দিরে মন্দিরে পূজা দেখতে যাওয়ার মাঝেও আত্নিক তৃপ্তি খোজেন বাঙ্গালি হিন্দুরা।

তবে করোনার প্রকোপে এবার কিছুটা রং হারাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মোৎসব। মহামারির প্রকোপ ঠেকাতে এবারের দুর্গাপূজা উৎযাপিত হবে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর