thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

থামছে না যুদ্ধ, নাগর্নো-কারাবাখে আর্মেনিয়ার নিহত সেনার সংখ্যা বেড়ে ৭১০

২০২০ অক্টোবর ১৯ ১০:৩৬:২৮
থামছে না যুদ্ধ, নাগর্নো-কারাবাখে আর্মেনিয়ার নিহত সেনার সংখ্যা বেড়ে ৭১০

দ্য রিপোর্ট ডেস্ক: কিছুদিন আগে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। কিন্তু এরপরও থামছে না তাদের মধ্যকার যুদ্ধ। নাগর্নো-কারাবাখ নিয়ে সৃষ্ট এই যুদ্ধে রবিবার আর্মেনিয়ার আরও ৩৭ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এতে দেশটির মোট সামরিক বাহিনীর সদস্যের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১০ জনে।

শনিবার মধ্যরাতে মানবিক যুদ্ধবিরতি ঘোষণার পর আর্মেনিয়া তাদের নিহত সৈন্যদের সমাহিত করার সিদ্ধান্ত নেয়। রবিবার তারা অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে। শুশা শহরে এই আয়োজনে অংশ নেয় সতীর্থ সামরিক বাহিনীর সদস্য ও পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর থেকে নাগর্নো-কারাবাখ অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ শুরু করে আজারবাইজান ও আর্মেনিয়া।

নাগর্নো-কারাবাখ অঞ্চলটি মূলত আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বহু বছর ধরে সেটি আর্মেনিয়া শাসন করে আসছে। ১৯৯৪ সালের যুদ্ধের পর থেকে সেখানে আর্মেনিয়ার সেনাবাহিনী রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর