thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা

২০২০ অক্টোবর ২০ ১৮:৩১:১৩
ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা হয়েছে। এতে ম্যাজিস্ট্রেটের গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন জানান, কেন্দ্রে অনিয়ম ও জালভোট দেওয়ার খবর পেয়ে আড়াইটার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান তিনি। ঘটনাস্থলে পৌঁছাতেই তার গাড়ি লক্ষ্য করে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বত্তরা। এতে তার গাড়ি চালক মোহাম্মদ শাহেদ আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিস্ফোরিত ককটেল সরাসরি গাড়িতে না লাগায় প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানান ম্যাজিস্ট্রেট নিলুফা।

ঘটনার পর পরই পুলিশ দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর