thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রামুতে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

২০২০ অক্টোবর ২১ ১১:২৮:০৮
রামুতে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে দুইজন মারা গেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণয় চাকমা।

নিহতরা হলেন— উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। এরা দুজনই পরিবহন শ্রমিক।

ইউএনও প্রণয় চাকমা জানান, রাতে একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন। এসময় হঠাৎ মাটি ধসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়ে নিহত হন। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

ইউএনও আরও জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে নির্বিচারে পাহাড় নিধন করে। কয়েকদিন আগেও পাহাড় নিধন বন্ধে অভিযান চালানো হয়েছিল। পাহাড় কাটা বন্ধে এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমিরুজ্জামান জানান, মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর