thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

সেন্টমার্টিনে আটকা পড়েছেন সাড়ে ৪০০ পর্যটক

২০২০ অক্টোবর ২২ ১৯:০৬:৩৮
সেন্টমার্টিনে আটকা পড়েছেন সাড়ে ৪০০ পর্যটক

কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে কক্সবাজারে টানা বৃষ্টিপাত হচ্ছে। এ বৈরী আবহাওয়া কারণে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় সাড়ে ৪০০ পর্যটক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, সকাল থেকে কক্সবাজারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে সাগর উত্তাল রয়েছে।

কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন কক্সবাজার ও সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকরা। বৃষ্টিপাতের কারণে সৈকতের ঘুরতে না পেরে অনেকে হোটেলের মধ্যে সময় পার করছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে সেন্টমার্টিনে বেড়াতে এসে আটকা পড়েছেন পর্যটকরা। তাদের খোঁজ-খবর নেওয়া হয়েছে। সবাই ভাল আছে।’

আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে। সেসময় আটকা পড়া পর্যটকদের ফেরত পাঠানো হবে বলে জানান নুর আহম্মদ।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর