thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

আগাম ভোট দিলেন ট্রাম্প

২০২০ অক্টোবর ২৫ ১০:৫৯:৫১
আগাম ভোট দিলেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক: আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক আগাম ভোট দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া এরই মধ্যে ভোট দিয়েছেন দেশটির পাঁচ কোটিরও বেশি মানুষ। আর সেই কাতারেই যোগ দিলেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ডোনাল্ড ট্রাম্পের বাসস্থান হচ্ছে ফ্লোরিডা। সেখানে তার দুটি বিশাল গলফ রিসোর্ট আছে। এর মধ্যে একটি আছে ওয়েস্ট পাম বিচের আটলান্টিক বিচ টাউনে।

গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারেই সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন মার্কিন ভোটাররা। করোনাভাইরাস মহামারির মধ্যে নির্বাচনের দিনে ভিড় এড়াতেই অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকলেও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছেন প্রধান দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর