thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০, ১৭ অগ্রহায়ণ ১৪২৭,  ১৫ রবিউস সানি ১৪৪২

দাদা রাষ্ট্রপতির আদরে সাইমন পরিবার

২০২০ অক্টোবর ২৯ ১০:৩৯:৪৫
দাদা রাষ্ট্রপতির আদরে সাইমন পরিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্ত্রী ও বড় পুত্রকে নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। সম্পর্কে তার দাদা-নাতি।

বুধবার (২৮ অক্টোবর) এ অভিনেতা স্ত্রী ও বড় পুত্রসহ বঙ্গভবনে যান। এ সময় তারা রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রাষ্ট্রপতিও সাইমন ও তার পরিবারের খোঁজখবর নেন।

দেশের প্রধান কর্তা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জের কৃতী সন্তান। আর সেই কিশোরগঞ্জেরই ছেলে চিত্রনায়ক সাইমন সাদিক। তাদের মধ্যে দাদা-নাতি সম্পর্ক অনেক আগে থেকেই। তবে ২০১৭ সালে সাইমনের একটি স্ট্যাটাসের পর বিষয়টি প্রকাশ্যে আসে। দেশের প্রধান কর্তা বলে কথা, তার সঙ্গে চাইলেই সহজে দেখা করা সম্ভব নয়। কারণ এ জন্য রয়েছে অনেক আইনগত জটিলতা। তবে যখন তখন দেখা-সাক্ষাৎ না হলেও ফোনে দাদার সঙ্গে যোগাযোগ রাখেন সাইমন।

এদিকে বুধবার দেখা করার সুযোগ আসায় স্ত্রী-পুত্রসহ ছুটে যান এই চিত্রনায়ক। অনেকটা সময় কাটিয়েছেন দেশের প্রজ্ঞাবান রাজনীতিবিদ আবদুল হামিদের সঙ্গে। দেখা শেষে বেশকিছু ছবিও তুলেছেন তারা। আর সেই ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন সাইমন। ক্যাপশনে লিখেছেন- ‘মহামান্য দাদার আদরে আমরা....।’

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার দাদা ও মহামান্য রাষ্ট্রপতি পারিবারিক বন্ধু। দীর্ঘদিন তারা একসঙ্গে মিশেছেন, আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তিনি আমাকে নাতি হিসেবে খুব আদর করেন। তার সঙ্গে সময় কাটালে অনেক অজানা ইতিহাস জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। দেশের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি তিনি। চাইলেই তো আর তার সান্নিধ্য পাওয়া যায় না। সেই সুযোগটা হঠাৎ পেয়ে ছুটে গেলাম। উনার জন্য দোয়া করবেন সবাই।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর