thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

সাকিবের প্রত্যাবর্তনে সতীর্থদের আবেগী পোস্ট

২০২০ অক্টোবর ২৯ ১৫:৫৪:০১
সাকিবের প্রত্যাবর্তনে সতীর্থদের আবেগী পোস্ট

দ্য রিপোর্ট ডেস্ক: নিষেধাজ্ঞার এক বছর শেষ। বৃহস্পতিবার থেকে নিষেধাজ্ঞামুক্ত সাকিব আল হাসান। ‘আবারও বিশ্ব ক্রিকেটে নবারের শাসন’ দেখতে উন্মুখ ক্রিকেটানুরাগীরা। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তনে সতীর্থদের আবেগী পোস্ট ঢেউ তুলেছে সোশ্যাল মিডিয়ায়। মুশফিকুর রহিম থেকে শুরু করে যুব দলের ক্রিকেটাররাও তাকে স্বাগত জানিয়েছেন।

লম্বা একটা পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের দুটি টেস্ট ডাবল সেঞ্চুরির মালিক লিখেছেন, ‘তরুণ বসে আমরা একসঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম এবং কখনও পেছনে তাকাতে হয়নি। গত বছর এটা শুনে খুব বড় ধাক্কা খেয়েছিলাম যে আমরা এক বছরের জন্য আর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারবো না। আমাদের কত চমৎকার স্মৃতি, ভালো সময়ে একসঙ্গে ছিলাম এবং কঠিন সময়েও। আমি খুব আনন্দিত যে এক বছর শেষ এবং একসঙ্গে আবার মাঠে নামবো। তুমি সবসময় একজন চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছ এবং তোমার সঙ্গে আরও বেশি বেশি ম্যাচ জয়ী জুটি গড়ার জন্য আর অপেক্ষা সইছে না আমার। ইনশাল্লাহ, একসঙ্গে আমরা দেশের জন্য আনন্দ বয়ে আনবো।’

সাকিবকে নবাব আখ্যা দিয়ে যুব দলের বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল ইসলাম লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক ‘নবাব’- সাকিব ভাই। বাঁহাতি অলরাউন্ডারের শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি লিখেছে, ‘স্বাগতম সাকিব আল হাসান। ইনশাল্লাহ, নবাব আবার শাসন করবে বিশ্ব ক্রিকেট!’

উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আরেকবার সাকিবের গর্জন শুনতে চান। সাকিবের সঙ্গে মাঠে অনুশীলন থেকে ফেরার এক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ক্রিকেট মাঠে স্বাগতম ভাই। আপনার বাঘের মতো গর্জন দেখতে আর তর সইছে না।’ সাকিবের সঙ্গে উইকেট উদযাপনের ছবি দিয়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের পোস্ট, ‘স্বাগতম, সাকিব ভাই।’

টেস্ট ম্যাচে দুজনের একসঙ্গে ছবি দিয়ে সৌম্য সরকার হার্ট ইমোজি দিয়ে লিখেছেন, ‘স্বাগতম, ভাই।’ সাকিবকে লিজেন্ড উল্লেখ করে লিটন কুমার দাশের পোস্ট, ‘স্বাগতম, লিজেন্ড।’ রেস্টুরেন্টের টেবিলে বসা সাকিব আর ইমরুল কায়েস। এমন এক ছবি পোস্ট করে আঞ্চলিক ভাষায় ইমরুল লিখেছেন, ‘আইয়া পড়ো, সাকিব।’

ওয়ানডে অভিষেকে সাকিবের সঙ্গে তোলা ছবি দিয়ে পেসার মোহাম্মদ সাইফ উদ্দিন লিখেছেন, ‘এটা আমার প্রথম ওয়ানডে সিরিজের তোলা ছবি, আফ্রিকা সফরে। ছোটবেলা থেকেই ওনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং একপ্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও ওনার বিশাল ফ্যান | ইনশাল্লাহ যদি কখনও টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয়, আমার ইচ্ছা আছে ওনার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেওয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই, আবার মাঠে মানুষ মাঠে দেখার অপেক্ষায় রইলাম।’

মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের পোস্ট, ‘রাজা ফিরেছে, স্বাগতম সাকিব ভাই।’ ‘স্বাগতম ভাই’- লিখেছেন সাব্বির রহমান। সাকিবকে জীবন্ত কিংবদন্তি আখ্যা দিয়ে মেহেদী হাসান মিরাজের পোস্ট, ‘স্বাগতম, সাকিব ভাই! আবারও একই দলে আপনার সঙ্গে খেলতে অধীর অপেক্ষায়। আপনার মতো জীবন্ত কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা অনেক বড় পাওয়া। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনও অনেক কিছু শেখার বাকি আছে। আশা করি খুব শিগগিরই বাংলাদেশের জন্য খেলতে পারবো।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর