thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০, ১৭ অগ্রহায়ণ ১৪২৭,  ১৫ রবিউস সানি ১৪৪২

টানা পাঁচদিন পর সূচকের উত্থান, কমেছে লেনদেন

২০২০ অক্টোবর ২৯ ১৬:০৯:০৯
টানা পাঁচদিন পর সূচকের উত্থান, কমেছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: টানা পাঁচদিন নিম্নমূখী থাকার পর অবশেষে সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছেঢাকা স্টক এক্সচেঞ্জেরসপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারের লেনদেন। তবে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৮০ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে একহাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতেআজ ৯৬৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪৮ কোটি ৪৭ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ১১২ কোটি ৩ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সুচক ও লেনদেন দুটোই বেড়েছে।

সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪৪ লাখ টাকা

দ্য রিপোর্ট/এএস/২৯অক্টোবর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর