thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০, ১৭ অগ্রহায়ণ ১৪২৭,  ১৫ রবিউস সানি ১৪৪২

জনস্বাস্থ্যের ড্রেস কোডের চিঠির ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

২০২০ অক্টোবর ২৯ ২১:২০:৩৭
জনস্বাস্থ্যের ড্রেস কোডের চিঠির ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

দ্য রিপোর্ট প্রতিবেদক: জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরতদের ড্রেস কোড নির্ধারণ করে দেওয়া চিঠির ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত চিঠিতে আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে বুধবার (২৮অক্টোবর) জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত মুসলিম নারী-পুরুষদের জন্য ‘ড্রেস কোড’ নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেন প্রতিষ্ঠানটির পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম।

এতে নারীদের হিজাব এবং পুরুষদের টাকনুর ওপরে পোশাক পরিধান করার নির্দেশ তিনি।

স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, অফিস চলার সময়ে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বী পুরুষদের টাকনুর ওপরে ও নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা এবং পর্দা মেনে চলার নির্দেশ দেওয়া বিজ্ঞপ্তিটি কোন বিধি বলে এবং কোন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে তার ব্যাখ্যা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর