thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মে ২০২১, ২ জ্যৈষ্ঠ ১৪২৮,  ৪ শাওয়াল ১৪৪২

এবার অভিনয়ে জগতে পা রাখছেন সানিয়া

২০২০ নভেম্বর ১৯ ১০:৫৫:৩১
এবার অভিনয়ে জগতে পা রাখছেন সানিয়া

দ্য রিপোর্ট ডেস্ক: ক্রীড়া জগতের অনেক তারকায় বিভিন্ন সময়ে অভিনয় করেছেন। এবার তাদের দলে নাম লেখাচ্ছেন ভারতের নাম্বার ওয়ান টেনিস তারকা সানিয়া মির্জা। ওয়েব সিরিজের মাধ্যমে ক্যামেরার সামনে আসবেন তিনি। সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ব্যাপারটি নিজেই জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী।

যক্ষা রোগের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ‘এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন সানিয়া। জানা গেছে, পাঁচটি পর্বের সিরিজটিতে এক নবদম্পতির কাহিনি ফুটিয়ে তোলা হবে। আচমকা লকডাউনের ফলে যাদের জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়। দম্পতির চরিত্রে অভিনয় করবেন সায়েদ রাজা আহমেদ ও প্রিয়ঙ্কা চৌহান। সানিয়াকে গল্পে কীভাবে কীভাবে দেখা যাবে সেই সম্পর্কে বিস্তারিত কিছু এখনও পর্যন্ত জানা যায়নি।

বিশেষ কারণেই অভিনয় জগতে পা রাখছেন সানিয়া। টিউবারকিউলোসিস (TB) অর্থাৎ যক্ষ্মারোগের বিরুদ্ধে মানুষকে সচেতন করার তাগিদেই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

চলতি মাসের শেষ সপ্তাহে এমটিভি ইন্ডিয়া এবং এমটিভি নিষেধের সোশ্যাল মিডিয়া পেজে পাঁচ পর্বের এ ওয়েব সিরিজ লঞ্চ হবে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর