thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

ক্যানসারে আক্রান্ত আলী যাকের হাসপাতালে ভর্তি

২০২০ নভেম্বর ১৯ ১৫:৩৬:৪০
ক্যানসারে আক্রান্ত আলী যাকের হাসপাতালে ভর্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক: বরেণ্য অভিনেতা ও নাট্য নির্দেশক আলী যাকের ক্যানসারে আক্রান্ত। গত চার বছর ধরেই তিনি এই মারাত্মক ব্যাধিতে ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। যার ফলে আলী যাকেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গত ১৫ নভেম্বর, রোববার তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল থেকে জানানো হয়েছে, আলী যাকের হার্টের জটিলতা নিয়ে ভর্তি হয়েছেন। তাকে সিসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়, শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি।

চার বছর আগেই ক্যানসারে আক্রান্ত হন আলী যাকের। এরপর থেকেই তিনি অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নেন। নন্দিত এই অভিনেতা মঞ্চ ও টিভি জগতের একসময়ের দাপুটে শিল্পী।

মঞ্চনাটকে নুরুলদীন, গ্যালিলিও ও দেওয়ান গাজীর চরিত্রে অভিনয় করে কালজয়ী হয়েছেন আলী যাকের। এছাড়া ‘অচলায়তন’, ‘বাকী ইতিহাস’, ‘সৎ মানুষের খোঁজে’, ‘তৈল সংকট’, ‘এই নিষিদ্ধ পল্লীতে’, ‘কোপেনিকের ক্যাপ্টেন’সহ বেশ কয়েকটি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি।

আলী যাকের অভিনয় করেছেন ‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’, ‘তথাপি’র মতো বিখ্যাত টিভি নাটকগুলোতে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর