thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮,  ২৬ জিলহজ ১৪৪২

অস্ত্র-মাদক-বিপুল টাকাসহ গোল্ডেন মনির গ্রেপ্তার

২০২০ নভেম্বর ২১ ১০:৩৮:৪৫
অস্ত্র-মাদক-বিপুল টাকাসহ গোল্ডেন মনির গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাতভর অভিযান চালানোর পর গাড়ি ও স্বর্ণব্যাবসায়ী মনির হোসনে ওরফে গোল্ডেন মনিরকে অবৈধ অস্ত্র-মাদক ও বিপুল টাকাসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শনিবার সকালে র‍্যাবের সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় মনিরকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

এর আগে শুক্রবার রাত মধ্যরাত থেকে গোল্ডেন মনিরের বাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি জায়গায় অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। এছাড়া, বেশ কয়েকটি বিলাস বহুল গাড়িও জব্দ করেছে র‌্যাব।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ।

র‍্যাব মুখপাত্র বলেন, মেরুল বাড্ডার একটি বাড়িতে অভিযান চালানো হচ্ছে। বিস্তারিত ব্রিফিং করে জানানো হবে।

জানা গেছে, গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের অন্যতম সহযোগি ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর