thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সাত ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

২০২০ নভেম্বর ২২ ১০:২৭:২৭
সাত ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

খুলনা প্রতিনিধি: ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় খুলনার সঙ্গে সাত ঘণ্টা বন্ধ থাকা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

যশোর রেলস্টেশনের স্টেশনমাস্টার আয়নাল হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস খুলনার উদ্দেশে যাওয়ার সময় ৭টা ১০ মিনিটের দিকে মুড়লী রেলক্রসিংয়ে পৌঁছায়। এ সময় যশোরের নওয়াপাড়া থেকে কয়লাবোঝাই একটি ট্রাক যশোর-খুলনা মহাসড়ক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। হঠাৎ ট্রাকটি বন্ধ গেট ভেঙে রেলক্রসিংয়ে উঠে পড়ে। এতে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের ওপর পড়ে যায়। এতে ট্রাকচালক আকবর হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালকের সহকারী।

যশোর রেলস্টেশনের স্টেশনমাস্টার জানান, দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুলনা থেকে রিলিফ ট্রেন এনে রেললাইনের ওপর থেকে ট্রাকটি সরানোর কাজ শুরু হয়। রাত আড়াইটার দিকে ট্রাকটি সরানোর কাজ শেষ হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২২নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর