thereport24.com
ঢাকা, শনিবার, ১৬ জানুয়ারি ২০২১, ৩ মাঘ ১৪২৭,  ২ জমাদিউস সানি ১৪৪২

বড় পতনে সপ্তাহ শুরু,লেনদেনেও ভাটা 

২০২০ নভেম্বর ২২ ১৬:০৭:২১
বড় পতনে সপ্তাহ শুরু,লেনদেনেও ভাটা 

দ্য রিপোর্ট প্রতিবেদক: সূচকের বড় পতনেদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারের লেনদেন শেষ হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে৪ হাজার ৮৪৫ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই ৩০ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে যথাক্রমে ১১১৩ ও ১৬৯৬ পয়েন্টে অবস্থান করছে।আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৮৯ কোটি ৭৭ লাখ টাকা কম।ডিএসইতে হাতবদল হওয়া ৩৪২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৩ টির, দর কমেছে ১৯৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির।

অন্যদিকে, বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৯পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৬৮ পয়েন্টে।আজ সিএসইতে ১৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।হাতবদল হওয়া২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির ।

দ্য রিপোর্ট/এএস/২২নভেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর