thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

বেশি মানুষকে ভ্যাকসিন দিতে হবে: প্রধানমন্ত্রী

২০২০ নভেম্বর ২৪ ১৬:৫৭:১৫
বেশি মানুষকে ভ্যাকসিন দিতে হবে: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার ভ্যাকসিন প্রয়োগ করতে আমাদের ভালো ব্যবস্থা নিতে হবে। শুধু ভ্যাকসিন আমদানি নয়, বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশনা দেন।

সভাশেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে সিনিয়র সচিব বলেন, আলোচনার এক ফাঁকে প্রধানমন্ত্রী করোনার ভ্যাকসিন নিয়ে কথা বলেছেন। আমাদের অনেক মানুষকে ভ্যাকসিন দিতে বলেছেন। ভ্যাকসিন দিতে যথাযথ প্রশিক্ষণ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এছাড়া ভ্যাকসিন তৈরির ফলে যে বর্জ্য তৈরি হবে, সেজন্য ব্যবস্থাও নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর