thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

ডিএসইর পরিচালক পদে নির্বাচন ২৪ ডিসেম্বর

২০২০ নভেম্বর ২৫ ২১:২৮:১৬
ডিএসইর পরিচালক পদে নির্বাচন ২৪ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ২৪ ডিসেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে । ইতোমধ্যেই, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এছাড়া মেয়াদ শেষ হওয়ায় ডিএসইর বার্ষিক সাধারণ সভার (এজিএম)দিন ধার্য করা হয়েছে ২৮ ডিসেম্বর । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন । এদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ই-ভোটিং পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের তফসিল অনুসারে, পরিচালক পদে আগ্রহীরা আগামী ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৯ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। নির্বাচনে,চূড়ান্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ ডিসেম্বর।

ডিএসইর ৫৯তম এজিএমে নির্বাচনে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

দ্য রিপোর্ট/এএস/২৫ নভেম্বর,২০২০

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর