thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ডমিনেজ স্টিলের আইপিও’র শেয়ার বিও হিসাবে জমা

২০২০ নভেম্বর ২৬ ১৫:০৮:৩২
ডমিনেজ স্টিলের আইপিও’র শেয়ার বিও হিসাবে জমা

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়। সিডিবিএল সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে, আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য ডমিনেজ স্টিল বিল্ডিংকে অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি।

গত ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন চলে। এই সময়ে কোম্পানিটির ৩০ কোটি টাকা শেয়ার পেতে ৫৮০ কোটি টাকার বেশি আবেদন জমা পড়ে। অতিরিক্ত আবেদন জমা পড়ায় লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়। গত ১৬ নভেম্বর কোম্পানিটি আইপিও লটারির অনুষ্ঠান সম্পন্ন হয়।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

দ্য রিপোর্ট/এএস/২৬ নভেম্বর,২০২০

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর