thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

ওস্তাদ শাহাদাত হোসেন খান আর নেই

২০২০ নভেম্বর ২৯ ১০:৪২:৫১
ওস্তাদ শাহাদাত হোসেন খান আর নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: এবার না ফেরার দেশে চলে গেলেন সঙ্গীত জগতের আরেক কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বরেণ্য সরোদ শিল্পী ওস্তাদ শাহাদাৎ হোসেন খান।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে মারা যান তিনি। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বরেণ্য এই সরোদ শিল্পী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্যক শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন ওস্তাদ শাহাদাত হোসেন খান।

বিষয়টি নিশ্চিত করে ওস্তাদ শাহাদাত হোসেন খানের ভাগনে সেতার বাদক ফিরোজ খান জানান, করোনায় আক্রান্ত হলে ১২ দিন আগে তিনি ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন। সেখানে শনিবার সন্ধ্যায় মারা যান।

ওস্তাদ শাহাদাৎ হোসেন খান ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি। ১৯৫৮ সালের ৬ জুলাই কুমিল্লা জেলার এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ও সেতার বাদক। তার দুই চাচা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ বাহাদুর হোসেন খান এবং সঙ্গীত গবেষক ও লেখক মোবারক হোসেন খান।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর