thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

করোনার ভ্যাকসিন ফেব্রুয়ারিতে পাওয়ার আশা স্বাস্থ্য সচিবের

২০২০ ডিসেম্বর ০১ ১৭:৫৭:০৯
করোনার ভ্যাকসিন ফেব্রুয়ারিতে পাওয়ার আশা স্বাস্থ্য সচিবের

দ্য রিপোর্ট প্রতিবেদক: ফেব্রুয়ারিতে করোনার ভ্যাকসিন পাওয়ার আশা করছে সরকার। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলায় এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব। তবে ভ্যাকসিন এলেও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, অগ্রভাগের যোদ্ধা হিসেবে গণমাধ্যমকর্মীরাও করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া, করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে যেসব চিকিৎসক মারা গেছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে বলেও জানান তিনি।

এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বাড়ছে সংক্রমণ। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিতে, রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে ভ্রাম্যমাণ আদালত। চলছে সচেতনতা মূলক প্রচারণা ও মাইকিং। মাস্ক ব্যবহার না করায় অনেককে গুনতে হয়েছে জরিমানাও।

প্রায় দুই সপ্তাহ ধরে চলমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা বলছেন, আগের তুলনায় মাস্ক ব্যবহারে সচেতনতা বেড়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর