thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

করোনার ভুয়া টিকা নিয়ে ইন্টারপোলে সতর্কতা জারি

২০২০ ডিসেম্বর ০২ ২০:০৮:৫৩
করোনার ভুয়া টিকা নিয়ে ইন্টারপোলে সতর্কতা জারি

দ্য রিপোর্ট ডেস্ক: করোনার টিকা নিয়ে সতর্কতা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। বুধবার (২ ডিসেম্বর ) সংস্থাটি জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধী চক্র মুনাফা হাসিলের জন্য করোনার ভুয়া টিকা বাজারে ছাড়তে পারে।

ইন্টারপোল জানিয়েছে, তারা সদস্য ১৯৪টি দেশে বৈশ্বিক সতর্কবার্তা পাঠিয়েছে। এতে দোকানে ও অনলাইনে করোনার ভুয়া টিকা বিক্রির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে।

সংস্থার মহাসচিব জারগেন স্টক বলেছেন, ‘সরকারগুলো যখন টিকা আনার প্রস্তুতি নিচ্ছে, সংঘবদ্ধ অপরাধীরা সরবরাহ ব্যবস্থায় হানা বা বাধা দেওয়ার পরিকল্পনা করছে। অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও সুস্থতার মিথ্যা সংবাদ ছড়াতে সন্দেহ করা যায় না, এমন মানুষদের টার্গেট করতে পারে। যা সাধারণ মানুষের প্রাণের ওপর অনেক বেশি ঝুঁকিপূর্ণ।’

(দ্য রিপোর্ট/আরজেড/০২ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর