thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ৬ মাঘ ১৪২৭,  ৫ জমাদিউস সানি ১৪৪২

ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে রোহিঙ্গা বহনকারী ১০ বাস

২০২০ ডিসেম্বর ০৩ ১৩:৩৭:০৫
ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে রোহিঙ্গা বহনকারী ১০ বাস

ঢাকা: ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। উখিয়া রোহিঙ্গা থেকে রওনা হয়েছে রোহিঙ্গা বহনকারী ১০টি বাস। তবে প্রত্যেক বাসে কতজন করে রোহিঙ্গা আছে তা সঠিক ভাবে জানা যায়নি।

জানা গেছে বুধবার (৩ ডিসেম্বর) রাত থেকে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে উখিয়া ক্যাম্প থেকে তাদের চট্টগ্রামের পতেঙ্গায় নেয়া হচ্ছে। সেখান থেকে তাদের ভাসানচর নেয়ার কথা রয়েছে।

উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যেতে উখিয়া কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট পয়েন্ট স্থাপন করা হয়েছে। এজন্য প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা ও খাদ্যসামগ্রী মজুত করা হয়। কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর ১৪টি জাহাজ। প্রথম দুই মাস তাদের রান্না করা খাবার সরবরাহ করা হবে। এরপর নিজ নিজ বাসস্থানেই তারা রান্না করতে পারবেন বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম ঘিরে নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরের এই দ্বীপ ঘুরে আসে ২২টি এনজিওর প্রতিনিধি দল।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর