thereport24.com
ঢাকা, রবিবার, ১৭ অক্টোবর ২০২১, ২ কার্তিক ১৪২৮,  ১০ রবিউল আউয়াল 1443

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

২০২০ ডিসেম্বর ০৮ ১০:১১:৫২
নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক তরুণের মৃত্যু হয়েছে। আহত হয়ে বাংলাদেশি জাকির হোসেন রুবেল (২৭) নামেও ওই তরুণ নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রোববার (৬ ডিসেম্বর) দুপুরে মারা যান। তার অকাল মৃত্যুতে নিউ ইয়র্ক প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

জাকির হোসেন রুবেলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাশারপাড় ইউনিয়নের কালারিতা গ্রাম। জাকির সাইকেলে চড়ে ডেলিভেরির কাজ করতেন। কয়েকদিন আগে ডেলিভেরির কাজ করার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন।

পরে তাকে নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উন্নত জীবনের আশায় তিন বছর আগে তিনি তার স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র এসেছিলেন এবং নিউইয়র্কেই বসবাস করছিলেন।

নিউ ইয়র্কের সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তারা জাকির হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জনশক্তি-এয়ারলাইন্স এর সর্বশেষ খবর

জনশক্তি-এয়ারলাইন্স - এর সব খবর