thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, ১২ মাঘ ১৪২৭,  ১১ জমাদিউস সানি ১৪৪২

উত্তরাঞ্চলের ১৬ জেলায় বৃহস্পতিবার থেকে পরিবহন ধর্মঘট

২০১৩ নভেম্বর ১১ ০৯:০০:১১
উত্তরাঞ্চলের ১৬ জেলায় বৃহস্পতিবার থেকে পরিবহন ধর্মঘট

পাবনা সংবাদদাতা : বৃহস্পতিবার সকাল থেকে পাবনাসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ফেডারেশন।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্মসম্পাদক শিমুল বিশ্বাসের মুক্তির দাবি ও পাবনায় মোটর ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সমাবেশে হামলার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেন তারা।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর নির্দেশে পাবনাসহ উত্তরবঙ্গে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হবে।

শিমুল বিশ্বাস বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পাবনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর