thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১, ২৫ ফাল্গুন ১৪২৭,  ২৫ রজব ১৪৪২

বিশ্বে সামরিক শক্তিতে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

২০২১ জানুয়ারি ১৬ ১৯:১০:৩৫
বিশ্বে সামরিক শক্তিতে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিশ্বে সামরিক শক্তিতে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৪৫তম। গ্লোবাল ফায়ার পাওয়ার (জেএফপি) এর ২০২১ সালের সামরিক শক্তি র‍্যাংকিংয়ের তালিকায় এ তথ্য উঠে এসেছে।

তালিকায় দেখা গেছে, প্রতিবারের মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে চীন ও ভারত।

সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১০ম। অপর প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৮তম।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত ৩৬তম। সামরিক শক্তিতে সর্বশেষ ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান।

বিশ্বের ১৩৮টি দেশের ওপর পঞ্চাশটিরও বেশি মাপকাঠির ভিত্তিতে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘২০২১ : মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ তৈরি করেছে। এতে বাংলাদেশের শক্তিসূচক ০.৭৪৯৭।

জিএফপি জানায়, তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ সামরিক সরঞ্জাম রয়েছে কিনা, তাও বিবেচনায় নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর