thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সৌদি আরব ও সাহারা মরুভূমিতে তুষারপাত

২০২১ জানুয়ারি ১৮ ১৯:৩৩:০৫
সৌদি আরব ও সাহারা মরুভূমিতে তুষারপাত

দ্য রিপোর্ট ডেস্ক: জানুয়ারিতে বিশ্বের অনেক জায়গায় তুষারপাত এবং বরফ পড়তে দেখা যায়। তবে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মরুভূমিতে সাধারণত তুষারপাত বা বরফ পড়তে দেখা যায় না। তবে এ বছর আফ্রিকার সাহারায় ভারী তুষারপাত হয়েছে এবং সৌদি আরবে তাপমাত্রা নেমে গেছে -২ ডিগ্রি সেলসিয়াসে। এই অঞ্চলের মরুভূমিতে হলুদ বালি সাদা বরফে ঢেকে গেছে।

একজন ফটোগ্রাফার বালি ও বরফের অসাধারণ কিছু ছবি তুলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ওই ফটোগ্রাফারের কিছু ছবি প্রকাশও করেছে। সৌদি আরবের আসির অঞ্চলে এই বিরল তুষারপাত দেখতে স্থানীয় বাসিন্দা এবং বিদেশি পর্যটকরা আসছেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তুষারপাত হচ্ছে। তবে শীত মৌসুমে সাধারণত এখানে তুষারপাত হয় না।

সাহারার আইন সেফরাকে মরুভূমির দ্বার বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উঁচুতে অবস্থিত এই এলাকা আটলাস পর্বত দ্বারা বেষ্টিত। সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে রয়েছে। বিগত হাজার হাজার বছর ধরে এখানে তাপমাত্রা এবং আর্দ্রতায় বড় পরিবর্তন হয়েছে। একদল বিশেষজ্ঞরা আশা করছেন যে এই মরুভূমি আবারও সবুজ হবে।

বর্তমানে সৌদি আরবের মরুভূমিতে তুষারপাত হওয়ায় সেখানকার স্থানীয় ও প্রচুর পর্যটকেরা সেখানে আসছেন। এলাকায় প্রায় ৫০ বছর পর তাপমাত্রা এত কমে গিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। মরুভূমিতে বরফের মধ্যে উটে চড়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করছেন।

উল্লেখ্য, মরুভূমিতে তুষারপাত খুবই বিরল। তবে ঠান্ডা কিন্তু এখানেও অনেক পড়ে। রাতের বেলা তাপমাত্রা হঠাৎ নেমে আসে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর