thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপ রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

২০২১ জানুয়ারি ১৯ ১১:৩৩:১৮
করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপ রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক: করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের প্রথম কার্যদিবস শেষে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেন সংসদ নেতা শেখ হাসিনা। সাক্ষাতে প্রধানমন্ত্রী করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের উদ্যোগগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে সংবাদটি নিশ্চিত করেছেন। জয়নাল আবেদীন জানান, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও দেশের সামগ্রিক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের নেওয়া উদ্যোগগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন।

প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আশা করেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্পিকার এসময় সংসদে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

সংবিধানের বিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন হওয়ায় সোমবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর