thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, ভারতে নিহত ১৫

২০২১ জানুয়ারি ১৯ ১১:৪২:৩৫
ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, ভারতে নিহত ১৫

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের গুজরাটে ফুটপাথে ঘুমন্ত মানুষদের ওপর ট্রাক উঠে যাওয়ায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার মধ্যরাতে রাজ্যের সুরাটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, সুরাটের কোসাম্বায় মধ্যরাতে একটি ট্রাক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে ঘুমন্ত মানুষদের উপরে। শুরুতে ১৩ জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়েছে। খবর এনডিটিভির

জানা গেছে, মৃতরা সকলেই রাজস্থানের বান্সওয়াদা জেলার বাসিন্দা। তার পরিযায়ী শ্রমিক হিসেবে গুজরাটে কাজ করতে এসেছিলেন।

সুরাটের পুলিশ সুপারিটেন্ডেন্ট সিএম জাদেজা জানিয়েছেন, 'আখবোঝাই ওই ট্রাকটির সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগলে সেটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তে সেটি ফুটপাথে ঘুমন্ত মানুষদের পিষে দেয়। প্রাথমিক ভাবে ১৩ জনের মৃত্যু হলেও পরে আহতদের মধ্যে আরও ২ জনের মৃত্যু হয়। বাকি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

খবরে বলা হয়েছে, সারাদিনের কাজের শেষে শ্রমিকরা ফুটপাথে ঘুমিয়ে ছিলেন। ঠিক সেই সময়ই দুর্ঘটনা ঘটায় কারও পক্ষেই সরে যাওয়া সম্ভব হয়নি।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, 'সুরাটের ট্রাক দুর্ঘটনা মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করি।'

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর