thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

ইউপি সদস্যকে খুনের দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ

২০২১ জানুয়ারি ১৯ ১৫:৩৩:০৭
ইউপি সদস্যকে খুনের দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যার দায়ে করা মামলায় এক নারীসহ পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মঞ্জুর রহমান (২৭), মোয়াজ্জেম হোসেন (৩৫), বাবুল মিয়া (৩৪), আজিজুল হক (২২) ও ফেলি বেগম (২২)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ১৮ জুন বিকালে ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীর ওপর হামলা করেন। ঘটনার পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান আশরাফ আলী। ঘটনার পরের দিন নিহতের ভাই মুনসুর আলম বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ঘিওর থানায় একটি হত্যা মামলা করেন।

২০১৪ সালে ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক হাসমত আলী ১৮জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৪জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন এপিপি নিরঞ্জন বসাক। অন্যদিকে আসামিপক্ষের কৌঁসুলি ছিলেন মো. লুৎফর রহমান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর