thereport24.com
ঢাকা, বুধবার, ৩ মার্চ ২০২১, ১৮ ফাল্গুন ১৪২৭,  ১৯ রজব ১৪৪২

ভারতে করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আগুন

২০২১ জানুয়ারি ২১ ১৬:৪৯:০৭
ভারতে করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আগুন

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতে করোনাভাইরাস টিকা উৎপাদানকারী অন্যতম প্রতিষ্ঠান সেরাম ইনস্টিউটের একটি স্থাপনায় আগুন লেগেছে, তবে এতে টিকা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে সেরাম ইনিস্টিটিউটের একটি নির্মাণাধীন স্থাপনায় আগুন লাগে বলে জানা গেছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা আস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সিরাম ইনস্টিটিউট।

Maharashtra: Fire breaks out at Terminal 1 gate of Serum Institute of India in Pune. More details awaited. pic.twitter.com/RnjnNj37ta
— ANI (@ANI) January 21, 2021

পুনেতে বিশ্বের সবচেয়ে বড় এই টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুণের মঞ্জরি এলাকায় সিরামের টিকা তৈরির এই কারখানা অবস্থিত। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আগুন নেভাতে অগ্নিনির্বাপণ বাহিনীর অন্তত ১০টি ইউনিট কাজ করছে।

প্রচুর পরিমাণে করোনার টিকা মজুত থাকার কথা সিরামে। তবে সূত্র জানিয়েছে, যেখানে টিকা মজুদ রয়েছে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর