thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

প্রথম দিন টিকা পাবেন বিভিন্ন শ্রেণির ২৪ জন

২০২১ জানুয়ারি ২৪ ১৮:১১:৪২
প্রথম দিন টিকা পাবেন বিভিন্ন শ্রেণির ২৪ জন

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম জানিয়েছেন, আগামীকাল সোমবার (২৫ জানুয়ারি) অ্যাপ হস্তান্তর করবে আইসিটি মন্ত্রণালয়ে। প্রথম দিনে ২৪ জন বিভিন্ন শ্রেণির আর পরের দিন ৪০০-৫০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। আর সেই তালিকা অধিদফতরে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ রোববার (২৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ঢাকার হাসপাতালগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা এটা স্থানীয়ভাবে করবে। আর আমরা যদি আগামীকাল (সোমবার) দিনে অ্যাপসটা পেয়ে যাই, তাহলে তাদের নামগুলো যুক্ত করে দেব। আর কোনো কারণে যদি ওইটি পেতে দেরি হয় তাহলে আমরা এটা আপাতত ম্যানুয়ালি শুরুটা করব। আশা করছি, কালকে (সোমবার) অ্যাপসটা পেয়ে যাব। এই লিস্টটা আমরা সংযুক্ত করে অ্যাপসের মাধ্যমে করতে পারব।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর