thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

সূচক,লেনদেন, দর- সব ক্ষেত্রেই বড় পতন 

২০২১ জানুয়ারি ২৬ ১৪:৫৫:৫১
সূচক,লেনদেন, দর- সব ক্ষেত্রেই বড় পতন 

দ্য রিপোর্ট প্রতিবেদক: মঙ্গলবার (২৬ জানুয়ারি) পুঁজিবাজারে সব ক্ষেত্রেই বড় পতন দেখা গেছে। এদিনঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)প্রধান মূল্যসুচক ডিএসইএক্স ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৯৫ পয়েন্টে। এদিন লেনদেন আগের দিনের তুলনায় কমেছে প্রায় সাড়ে চারশ কোটি টাকার। এছাড়া কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও অধিকাংশ শেয়ারের দর কমেছে। তবে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর অন্য সূচক গুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ২৭৯ এবং ২ হাজার ১৬২ পয়েন্টে।

এদিন দিনভর ডিএসইতে লেনদেন হয়েছেএক হাজার ১২৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলএক হাজার ৫৮৫ কোটি ২২ লাখটাকার শেয়ার ও ইউনিট।এ হিসেবে, আজ ৪৫৯কোটি ৭৬ লাখ টাকা কমলেনদেন হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৭ টি কোম্পানির মধ্যে অধিকাংশ কোম্পানির দর কমেছে। এদিন দর বেড়েছে ২৭ টির, কমেছে ২৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ টির শেয়ার দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫৭৮ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ২২ টির, কমেছে ১৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। লেনদেন হয়েছে ৬৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।

দ্য রিপোর্ট/এএস/২৬ জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর