thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভে পুলিশি বাধার অভিযোগ

২০২১ ফেব্রুয়ারি ১৩ ১২:২৯:৫৯
প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভে পুলিশি বাধার অভিযোগ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়েজিত বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশি বাধার অভিযোগ করেছে দলটি। পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সকাল ১০টার দিকে বিএনপির এ সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক সহস্রাধিক নেতা-কর্মী সমাবেশে অংশ নিয়েছে। নেতা-কর্মীদের মিছিল ও স্লোগানে পুরো প্রেসক্লাব ও আশপাশের এলাকা উত্তপ্ত। এসময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব ও সচিবালয় এলাকা পুরো ব্লক করে দিয়েছে পুলিশ। এদিকে কেউ হেঁটে প্রবেশ করতে পারছেন না।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর