thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল চলছে

২০২১ ফেব্রুয়ারি ১৮ ১৫:১৯:১৭
কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক, নোয়াখালী: নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল চলছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে।

হরতালকে কেন্দ্র করে সকাল থেকে বসুরহাট পৌরসভা এলাকায় কোনো যানবাহন চলাচল করছে না। অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। এছাড়া সড়কে কাটা গাছ ফেলে নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়।

বুধবার দুপুরে বসুরহাট পৌরসভার নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ হরতালের ডাক দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এর আগে নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি বন্ধ, নোয়াখালীর ডিসি, এসপি এবং কোম্পানীগঞ্জের ওসি ও ওসি তদন্তসহ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেন কাদের মির্জা। এ সময় কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ব্যাংকার ফখরুল ইসলাম রাহাত ও চরকাঁকড়ার ফখরুল ইসলাম সবুজসহ তার অনুসারীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

এদিকে দাবি না মানলে শুক্রবার থেকে সকাল-সন্ধ্যা লাগাতার অবরোধের ডাক দিয়েছেন আলোচিত এ মেয়র।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর