thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কোম্পানীগঞ্জে হরতাল, কাদের মির্জার কর্মীদের ওপর লাঠিচার্জ

২০২১ ফেব্রুয়ারি ২০ ১১:১৫:৪৪
কোম্পানীগঞ্জে হরতাল, কাদের মির্জার কর্মীদের ওপর লাঠিচার্জ

নোয়াখালী প্রতিনিধি: কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষ, সাংবাদিক গুলিবিদ্ধসহ আহত ৫০ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হরতালের ডাক দেন তিনি। রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এদিকে হরতাল কর্মসূচি ঘোষণার পরই কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে মিছিল করেন কাদের মির্জার সমর্থকরা। হরতাল সমর্থন করে বিভিন্ন স্লোগান দেন তারা। হরতাল পালনের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজউদ্দীন ইস্কান্দার মামুন বলেন, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জে হরতাল পালিত হবে। হরতাল কর্মসূচি সফল করব আমরা।

হরতালের কারণ জানতে চাইলে শাহাজউদ্দীন ইস্কান্দার মামুন বলেন, বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ফকিরা বাজারে আমাদের নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়। বসুরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে হামলা চালান তার সমর্থকরা। এতে সাংবাদিক গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এমন জঘন্য হামলার প্রতিবাদে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এর আগে বিকেল পৌনে ৫টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের ফকিরা বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় সংবাদকর্মী গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আহতদের মধ্যে ২০ জনকে বসুরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। তিনি বলেন, আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। আমার অনেক নেতাকর্মী আহত হয়েছেন। মেয়র আবদুল কাদের মির্জা সমর্থিত চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ হামলার দায় তাদের নিতে হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর