thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

সন্দেহ দূরে রেখে চললেই দুই দেশের সমৃদ্ধি: দোরাইস্বামী

২০২১ ফেব্রুয়ারি ২৩ ১৯:৪২:৪৯
সন্দেহ দূরে রেখে চললেই দুই দেশের সমৃদ্ধি: দোরাইস্বামী

দ্য রিপোর্ট প্রতিবেদক: পরস্পরের সন্দেহ ও সংশয় দূরে রেখে একসঙ্গে চলার মধ্য দিয়ে ভারত আর বাংলাদেশ সমৃদ্ধির পথে এগোতে পারবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এজন্য তিনি বাংলাদেশ ও ভারতের নাগরিকদের সঙ্গে নাগরিকের সম্পর্কের ওপর জোর দিয়েছেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যকালে একথা বলেন ভারতের রাষ্ট্রদূত।

দোরাইস্বামী বলেন, ‘আমাদের সম্পর্ক টেকসই হওয়ার মূলনীতি ইতিমধ্যে তৈরি হয়ে আছে। এখন আমাদের উচিত সন্দেহ ও সংশয় দূরে কাজ করা। কারণ সন্দেহ ও অবিশ্বাসের কোনো জায়গা এখানে নেই। পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আমরা যত দ্রুত এগোতে পারব, তত দ্রুতই আমরা একসঙ্গে সমৃদ্ধি লাভ করতে পারব।’

দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিয়ে ভারতীয় দূত বলেন, ‘শিক্ষা, বাণিজ্য, সংস্কৃতি, চলচ্চিত্র, গণমাধ্যম, ব্যবসায়, ভ্রমণ, পরিবহন বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করার ক্ষেত্র তৈরি রয়েছে। আমি দেখেছি, সহযোগিতা বাড়লে উন্নতিও বাড়ে।’

দোরাইস্বামী বলেন, ‘সুতরাং আমার জন্য যেটা ভালো নয়, সেটা আপনার জন্য ভালো হবে না এবং আপনার জন্য যেটা ভালো নয়, সেটা আমার জন্য ভালো হবে না। আমরা যদি এটা অনুসরণ করি, তাহলে বঙ্গবন্ধুর নেতৃত্বের আদর্শ অনুসরণ করা হবে।’

এসময় ভারতীয় দূত জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় ব্যবসায়িক এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ট্রাভেল পার্টনার। এভাবেই দুদেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে।

ইমক্যাবের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর