thereport24.com
ঢাকা, সোমবার, ৭ জুলাই 25, ২২ আষাঢ় ১৪৩২,  ১১ মহররম 1447

ধর্ষণের শিকার নারী-শিশুর পুনর্বাসনে হাইকোর্টের রুল

২০২১ ফেব্রুয়ারি ২৪ ১৭:৫০:৩১
ধর্ষণের শিকার নারী-শিশুর পুনর্বাসনে হাইকোর্টের রুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: ধর্ষণের শিকার নারী ও শিশুদের সমাজে পুনর্বাসনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেইসঙ্গে প্রয়োজনীয় ক্ষেত্রে ক্ষতি পূরণের জন্য একটি বিধিমালা প্রণয়ন করার নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়ছে।

আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। ব্যারিস্টার মো. আব্দুল হালিম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর