thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

৫ম ধাপে ৩০ পৌরসভায় নির্বাচনের দিন ছুটি নয়

২০২১ ফেব্রুয়ারি ২৪ ২১:৪৯:৫৬
৫ম ধাপে ৩০ পৌরসভায় নির্বাচনের দিন ছুটি নয়

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩০টি পৌরসভায় সাধারণ নির্বাচন, ৪টি উপজেলা পরিষদ এবং ২টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকছে না, তবে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা বন্ধ থাকবে।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক পঞ্চম ধাপে ৩০টি পৌরসভার সাধারণ নির্বাচন, ৪টি উপজেলা পরিষদ এবং ২টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ২৮ ফেব্রুয়ারি রোববার সাধারণ ছুটি ব্যতীত নির্বাচনী এলাকার অধীন যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হলো।

এছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা এবং পার্শ্ববর্তী পৌরসভা, উপজেলা এবং জেলার অধীন অন্যান্য দফতর, সংস্থা বা প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর