thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

নিউজিল্যান্ডে প্রথম ধাপে সবাই করোনা নেগেটিভ

২০২১ ফেব্রুয়ারি ২৭ ০৯:৫২:০৩
নিউজিল্যান্ডে প্রথম ধাপে সবাই করোনা নেগেটিভ

দ্য রিপোর্ট ডেস্ক: নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য প্রথম ধাপের কভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ। ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর বৃহস্পতিবার তামিম-মুশফিকদের প্রথমবারের মতো করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের বলেন ‌‘বৃহস্পতিবার সফরে থাকা সবার করোনা নমুনা নেয়া হয়েছিল। শুক্রবার প্রথম পর্যায়ের নমুনা পরীক্ষার রেজাল্ট দেয়া হয়েছে। সবাই নেগেটিভ।’

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ। প্রায় ১৫ ঘণ্টার যাত্রা শেষে বুধবার ক্রাইস্টচার্চে পৌঁছান মোস্তাফিজ-সৌম্যরা।

ক্রাইস্টচার্চেই ৭ দিনের হোটেলবন্দি কোয়ারেন্টাইন পালন করতে হবে বাংলাদেশ দলকে। কোয়ারেন্টাইনে থেকে তিনবার পরীক্ষা দিতে হবে।

কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে পাঁচদিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প করার কথা রয়েছে মিরাজ-মাহমুদউল্লাহদের। এরপর ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ডানেডিনে। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি ২৬ মার্চ, ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টুয়েন্টি নেপিয়ারে, ৩০ মার্চ। অকল্যান্ডে ১ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর