thereport24.com
ঢাকা, সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭,  ২৯ শাবান ১৪৪২

নিউজিল্যান্ডে ভূমিকম্প, ক্রিকেটারদের  কোনো ক্ষতি হয়নি

২০২১ মার্চ ০৫ ১১:১১:১৫
নিউজিল্যান্ডে ভূমিকম্প, ক্রিকেটারদের  কোনো ক্ষতি হয়নি

দ্য রিপোর্ট ডেস্ক: নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঠিক সেই সময়ে দেশটিতে পর পর তিনবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। আর এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, ক্রিকেটাররা সবাই সুস্থ আছে। লজিস্টিকস ম্যানেজার সাব্বির খানের সঙ্গে কথা বলেছি। কারো কোনো সমস্যা হয়নি বলে জানায়। গভীর রাতে ভূমিকম্প হয়েছে। দলের সবাই তখন ঘুমিয়ে ছিল। কেউই আসলে টের পায়নি।

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডে সবশেষ ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। একই এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাতের পরপরই ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে দিনের শুরুতে নর্থ আইল্যান্ডের প্রায় ৯০০ কিলোমিটার দূরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তবে এই ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৫ মার্চ) ৮ ঘণ্টার কম সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানে তিনটি ভূমিকম্প।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর